স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন এবং তাদের কিছু মিডিয়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি বলেন, এর বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য প্রচার করতে হবে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
এছাড়া, তিনি পার্বত্য চট্টগ্রামের সহিংসতার মূল কারণ হিসেবে চাঁদাবাজির কথা উল্লেখ করেন এবং বলেন, চাঁদাবাজি বন্ধ করা না গেলে সেখানে সহিংসতা বন্ধ করা সম্ভব হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস বরদাশত করা হবে না এবং কঠোরভাবে এদের দমন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ৫ আগস্টের পর পার্বত্য চট্টগ্রামে লুট হওয়া অস্ত্রগুলোর পুরোপুরি উদ্ধার সম্ভব না হওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জান সিদ্দিকী। এর আগে তিনি রাঙামাটির সাজেক, বাঘাইহাটসহ বিজিবির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত