আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও প্রায় ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে হামলায় ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এই হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছেন, এবং ক্লিনিকে ভয়াবহ আগুন লেগে গেছে, যার ফলে কয়েকজন নিহতের লাশ পুড়ে গেছে।
এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ৪০০ ছাড়িয়েছে। বুধবারের হামলার পর রাত ছিলভর গাজার বিভিন্ন স্থানে হামলায় আরও অনেক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর ক্লিনিকে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধ অভিযোগ উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, হামাস সদস্যরা ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিল এবং তারা সেখানে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। তবে হামাস এসব দাবিকে প্রত্যাখ্যান করে, বলেছে যে, ওই ক্লিনিকে আশ্রয় নেওয়া সকলেই বেসামরিক নাগরিক ছিলেন।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত