চৌকস নিউজ ডেস্কঃ
ড. খলিলুর রহমান জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী। তিনি বলেন, "বৈঠকের একটি শিডিউল চাওয়া হয়েছে এবং আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।"
তিনি বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ড. খলিলুর রহমান জানান, ড. ইউনূস বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের ব্যাংককে রওনা দেবেন বিমসটেক (বেঙ্গল উপসাগর ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে। ৪ এপ্রিল রাতে দেশে ফিরবেন তিনি।
এ সফরে ড. ইউনূসের সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ আগামীতে এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, যা ড. ইউনূসের নেতৃত্বে হবে।
বিমসটেকের সদস্য দেশগুলির মধ্যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান অন্তর্ভুক্ত।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত