জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে "মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাত্রাই ইউনিয়ন শাখার আয়োজনে মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মাত্রাই ইউনিয়ন শাখার আমীর মাওলানা হাফেজ আব্দুস সোবহান এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা জাকারিয়া হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি ও বম্বু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া মন্ডল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহ সেক্রেটারী হাসিবুল আলম, সহ সেক্রেটারী ও জয়পুরহাট ২ আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব এস এম রাশেদুল আলম সবুজ, কালাই উপজেলা শাখার আমীর মাস্টার মুনছুর রহমান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা শাখার ওলামা মাশায়েখ বিভাগ এর সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
এ সময় বক্তারা ফ্যাসিষ্ট সরকারের পতনের কারণে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং জামায়াত ইসলামের দাওয়াতের মাধ্যমে সমাজে ন্যায়ের শাষণ প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত