ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার (৩০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের দুটি মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন। শনিবার (২৯ মার্চ) এই ঘোষণা দেওয়া হয়েছে। চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে এবার ২৯টি রোজা রাখা হয়েছে।
এছাড়া, সৌদি আরবের বড় দুটি পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। যেখানে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানিয়েছিলেন, সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখা সম্ভব হতে পারে যদি আকাশ পরিষ্কার থাকে।
তবে এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ দেখা সম্ভব হবে না।
সৌদিতে চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও একই দিনে ঈদ উদযাপন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত