সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ বকুল খান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সারাদিন আটো বাইক চালিয়ে প্রতিদিনের মত তার নিজের বাড়িতে চার্জ দিতে যান।
তখনই সে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। মৃত্যু বকুল খান একই গ্রামের মৃত. আবুল হোসেন খানের ছেলে।
গভীর রাতে তার বাড়ীতে থাকা একমাত্র মা আনুমানিক রাত ২ টার দিকে উঠে তার সন্তানের খোজ নেন। ঘরে না দেখতে পেয়ে আটো চার্জ দেওয়ার স্থানে দেখতে যায়। তখন তাকে আটোর পাশে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।
তখন এলাকাবাসীর সহযোগিতায় সদরপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তখনই তাকে মৃত্যু ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন বলেন, ইজিবাইক চার্জ দেয়ার সময় চালক বকুল খান নামের যুবক তার নিজ বাড়ীতে মারা গেছেন। তার লাশ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত