চৌকস নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জনগণ রাজনীতিবিদদের কাঁদা ছেড়াছুড়ি পছন্দ করে না।” তিনি বলেন, ‘‘যেসব দল জামায়াতের বিরোধিতা করে, তাদের আগে জামায়াতের অবদান স্মরণ করা উচিত।’’ গোলাম পরওয়ার জামায়াতের অবদান নিয়ে কথা বলার সময় বলেন, “কিছু রাজনৈতিক শক্তি জামায়াতকে স্বাধীনতা বিরোধী হিসেবে তুলে ধরে, তবে এদেশের জনগণ জানে কারা স্বাধীনতাবিরোধী ছিল।
তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমান কখনো পাকিস্তান ভেঙে বাংলাদেশ হওয়ার পক্ষে ছিলেন না এবং তিনি ক্ষমতার মসনদে বসার জন্য সংগ্রাম করেছিলেন। গোলাম পরওয়ার বলেন, "৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, তাহলে কেন তিনি ৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসকদের সঙ্গে আলোচনা করেছেন? এই প্রশ্নের উত্তর আজও আওয়ামী লীগ জাতির সামনে দিতে পারেনি।
জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার আরও বলেন, “জামায়াতের সঙ্গে থাকলে তারা সঙ্গী, আর সঙ্গী না হলে আমাদের জঙ্গি হিসেবে চিত্রিত করা হয়। যারা জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলে, তাদেরকে জামায়াতের গঠনতন্ত্র পড়ার আহ্বান জানাই।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো কাঁদা ছেড়াছুড়ির রাজনীতি করেনি এবং রাজনীতির মাঠে সবার উচিত সম্মান ও শালীনতা বজায় রাখা।
তিনি দাবি করেন, “আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, এদেশে আমাদের কোনো স্থান ছাড়ার সুযোগ নেই।” গোলাম পরওয়ার বলেন, “ভারত স্বাধীনতার পর থেকেই আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের মিডিয়ায় আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
এই বক্তব্যে তিনি আরো বলেন, “আজকে যারা আওয়ামী ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন, তারাই কিন্তু ক্ষমতায় গিয়ে স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের এমপি, মন্ত্রী এবং রাষ্ট্রপতি বানিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার জামায়াতের ইতিহাস এবং গঠনতন্ত্র সম্পর্কে আরও জানাতে সব রাজনৈতিক নেতাদের আহ্বান জানান এবং রাজনৈতিক বিতর্কের পরিবর্তে একত্রিত হয়ে জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত