দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই: মির্জা আব্বাস দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ চৌকস নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকের এ স্বাধীনতা দিবস পালন প্রমাণ করবে যে, দ্বিতীয় স্বাধীনতা বলে দেশে কিছু নেই।” তিনি আরও বলেন, “যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, তারা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান, অর্থাৎ একাত্তরের স্বাধীনতায় তাদের ভূমিকা ছিল না। মির্জা আব্বাস ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, “আমি বলব তারা যেন এখানেই নিবৃত্ত থাকেন এবং স্বাধীনতা দিবসকে সম্মান জানান ও শ্রদ্ধা করেন। জাতীয় ঐক্য নিয়ে তিনি বলেন, “অনৈক্য কিছু নেই, এটা স্বার্থের জায়গা। প্রত্যেকটি দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটা আমি অনৈক্য বলবো না।” তিনি আরও যোগ করেন, “এখন দলীয় আদর্শের ওপর আমরা হয়তো ভিন্নভাবে আলাদা আলাদা জায়গা থেকে কথা বলছি। তবে যদি জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন—তখন আমরা সবাই এক হয়ে যাব। নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না। তিনি বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন ও দেশে থেকে দেশকে স্বাধীনও করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও প্রকৃত স্বাধীনতার স্বাদটা আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আবার নতুন করে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন আশ্বাস পেয়েছি। দেশবাসী আরও একবার জঞ্জালমুক্ত হয়েছে। SHARES রাজনীতি বিষয়: