নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "৭১ আর ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪- এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১- এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে।"
তিনি আরও বলেন, "দেশের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারের জন্য বিভিন্ন পর্যায়ে জীবন ও রক্ত দিয়েছেন। লাখো শহীদের রক্তের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। তাই আজ মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।"
নাহিদ ইসলাম ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন। তিনি জানান, "সেই উপনিবেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান। আমরা মনে করি, আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা বারবার বেহাত হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে আর যেন রক্ত দিতে না হয়, এমনটাই আমাদের চাওয়া।"
তিনি আরও বলেন, "আমরা মনে করি, ৭১ সালে আমরা যা চেয়েছিলাম, সেটি ৫৪ বছরে অর্জিত হয়নি। ফ্যাসিজম ১৫ বছর ধরে চেপে বসেছিল—তাই আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। এ গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচাররা পালিয়েছেন।"
নাহিদ ইসলাম যোগ করেন, "৭১- এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪- এ আমরা বৈষম্যহীন সমাজের কথাই বলছি। যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। আমরা মনে করি, তারা ২৪- এর গণঅভ্যুত্থানকে, ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি।"
তিনি তরুণদের প্রতি আক্ষেপ প্রকাশ করে বলেন, "এই যে তরুণরা নেমে এসেছেন, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত