ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর শহরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মহড়া অনুষ্ঠিত হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে বুধবার বিকেলে শতাধিক মোটরসাইকেলের একটি মহড়া বের করা হয়। এই মহড়াটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শহরের বাসিন্দা এবং বাইরে থেকে আসা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের কেনাকাটার অভিজ্ঞতা নির্বিঘ্ন রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, অপরাধী চক্রদের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।
এছাড়া, ওসি আরও জানান, ঈদ পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে শহরবাসী এবং ভ্রমণকারীরা নিরাপদে ঈদ উৎসব উদযাপন করতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত