ঈদুল ফিতরে সংবাদপত্রের ছুটি ৩ দিন


চৌকস নিউজ ডেস্কঃ
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল তিন দিন সংবাদপত্র বন্ধ থাকবে বলে জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ ১ এপ্রিল হলে পরদিন ২ এপ্রিলও সংবাদপত্র বন্ধ থাকবে।
এ বিষয়ে নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তবে, যদি ঈদ ১ এপ্রিল হয়, তবে ২ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হবে এবং ৩ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
এটি সংবাদপত্র সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, কারণ ঈদের ছুটির কারণে পাঠকরা এই দিনগুলিতে পত্রিকা না পেতে পারেন।