আনোয়ারার পারকী সৈকত এলাকায় সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী মো. আসিফ (১৭) চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার আবুল কালামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটর সাইকেল নিয়ে চন্দনাইশ থেকে পারকী সৈকতে বেড়াতে আসেন আসিফ। এসময় একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সকাল সোয়া ১১টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত