জাহিদ হোসেন (সজল):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতৃক মনোনীত ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফ এর রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর চৌধুরী মঞ্জিলে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ মেমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজনে শনিবার সন্ধ্যায় এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
চৌধুরী আকমল ইবনে ইউসুফ এর উত্তরসূরি এবং বিশিষ্ট সমাজসেবক "এম এম হোসাইন"।
এসময় তিনি বলেন, আমার শশুর চৌধুরী আকমল ইবনে ইউসুফ যিনি আপনাদের মাঝে দীর্ঘ ৩৫ বছর উপস্থিত থেকে আপনাদের পাশে ছিলেন। সদরপুর ও চরভদ্রাসন এলাকার প্রতিটি মানুষ ও মাটির সাথে তার সম্পৃক্ততা ছিলো। এ এলাকার বিএনপির ধারক এবং বাহক হিসাবে তিনি এসেছিল। এ এলাকার মানুষ যখন বিএনপি নামক দলটি চিনতেন না, অন্য দলের সাথে সবার সম্পৃক্ততা ছিলো, সেখানে তিনি মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করেছেন এবং সুখে ও দুঃখে মানুষের পাশে ছিলেন। আমি তার উত্তরসূরি হিসেবে চাই বিগত ১৫ বছর দেশ যে দুঃশাসনের মধ্য দিয়ে গিয়েছে এবং অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা হিসেবে দেশ গড়ে উঠেছে তার বিরুদ্ধে একটি সুষ্ঠু, মাদকবিরোধী ও সন্ত্রাস মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। আমি চাই ফরিদপুর-৪ আসনের প্রতিটি থানা ও প্রতিটি অঞ্চল যেন পূর্বের মতো উন্নয়ন এবং সহনশীল রাজনীতির মাধ্যমে উন্নয়নের সুগন্ধটা পায়। আপনারা দোয়া করবেন আমি যেন তার উত্তরসূরী হিসেবে আপনাদের পাশে থেকে এ দেশের সেবা করতে পারি। আপনাদের যে অসমাপ্ত কাজ গুলি আমার শশুর আকমান ইউসুফ রেখে গিয়েছিলেন আমি যেন সে কাজ গুলো সমাপ্ত করতে পারি।
এসময় আরো বক্তব্য রাখেন, মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান, আফসার উদ্দিন মাস্টার, শামসুদ্দিন মোল্যা, মো: আইয়ুব মাস্টার, মাওলানা রুহুল আমিনসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত