হাবিব জিহাদী, ভালুকা,ময়মনসিংহ
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক জমকালো আয়োজনে দলটির নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের ভালুকার বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক কর্মী ডা. জাহিদুল ইসলাম।
ডা. জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্র ও নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি কোটা সংস্কার আন্দোলন, সীমান্ত হত্যার প্রতিবাদ, আবরার ফাহাদ হত্যার পর আগ্রাসনবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সামনের সারিতে থেকে লড়াই করেছেন।
একজন চিকিৎসক হিসেবে তাঁর মানবিক ভূমিকা এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর দৃঢ় অবস্থান তাঁকে এই দায়িত্বে নিয়ে এসেছে।
দায়িত্ব গ্রহণের পর ডা. জাহিদুল বলেন,
"আমরা শিকড়ে ফিরে যেতে চাই। জাতীয় নাগরিক পার্টিকে গ্রাম-গঞ্জ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়েও ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশপন্থী গণতান্ত্রিক ধারার রাজনীতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের কাজ।"
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল ও স্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্থল। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি নতুন এই রাজনৈতিক উদ্যোগের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহের প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বাস করে, তাদের তারুণ্যনির্ভর দল দেশের গণমানুষের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নতুন দ্বার উন্মোচন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত