ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কালিবাড়ি এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে খায়রুল ইসলাম (৬০) নামে এক মুয়াজ্জিনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত খায়রুল ইসলাম ভবানন্দপুর গ্রামের আশিরউদ্দিনের ছেলে। তিনি নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং দীর্ঘদিন ধরে সামসুদ্দিন হাস্কিং মিলে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খায়রুল ইসলাম বাড়ি থেকে মিলের উদ্দেশ্যে বের হন। শনিবার সকালে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে খবর পান, একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা লাশটি খায়রুল ইসলামের বলে শনাক্ত করেন।
রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী লাশের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এলাকাবাসী এ ঘটনায় শোকাহত এবং আতঙ্কিত। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খায়রুল ইসলামের রহস্যজনক মৃত্যু স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত