শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শেরপুর পৌর শহরের নতুন বাস টার্মিনালের প্রধান কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচন শেষে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান ও উপস্থিতি
শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশিদ পলাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোঃ আব্দুল আওয়াল চৌধুরীসহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
নবনির্বাচিত সদস্যরা
শপথ গ্রহণকারীদের মধ্যে ছিলেন:
সভাপতি: মোঃ আব্দুল হামিদ
সহ-সভাপতি: মোঃ লিটন মিয়া, মোঃ হামিদুর রহমান
সাধারণ সম্পাদক: মোঃ শওকত হোসেন
সহ-সাধারণ সম্পাদক: মোঃ জাহাঙ্গীর, মোঃ আলাল মিয়া
সাংগঠনিক সম্পাদক: মোঃ নজরুল ইসলাম
দপ্তর সম্পাদক: মোঃ রিপন মিয়া
কোষাধ্যক্ষ: মোঃ জাকির হোসেন
কার্যকরী সদস্য: মোঃ জাকির হোসেন (টুলু)
শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। নতুন কমিটির নেতারা শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সবাই।