খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামে মায়ের পরকীয়ার বলি হল দুই বছরের শিশু মঞ্জুরিন। অভিযোগ উঠেছে যে, মঞ্জুরিনকে অপচিকিৎসা সহ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তার মা রিদিতা বেগম এবং নানী শামীমা খাতুনের হাতে। মঙ্গলবার দুপুরে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
ঘটনা ও অভিযোগ :
আরশনগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে রিদিতা বেগমের সঙ্গে একই গ্রামের মিহিন হালদারের বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় শিশু মঞ্জুরিন। কিছুদিন পর রিদিতা খাতুন বাগেরহাট প্যারামেডিকেল কলেজে পড়াশোনা করতে গিয়ে সেখানে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি সৃষ্টি হয়, এবং এক পর্যায়ে রিদিতা তার স্বামী মিহিন হালদারকে ডিভোর্স দিয়ে দেন।
মঞ্জুরিনের বয়স যখন দুই বছর, তখন মা রিদিতা খাতুন তাকে নিয়ে বাগেরহাটে চলে যান। বেশ কিছুদিন আগে রিদিতার পরকীয়া প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনা ছিল, যার জন্য তিনি এবং তার মা মঞ্জুরিনকে সরিয়ে দেয়ার পরিকল্পনা নেন।
অপচিকিৎসা ও হত্যার অভিযোগ :
কিছুদিন আগে মঞ্জুরিন অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার নামে অপচিকিৎসা শুরু করেন রিদিতা ও তার মা। শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে, মঙ্গলবার দুপুরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে প্রতিবেশীরা অভিযোগ করেছেন। তারা জানান, রিদিতা ও শামীমা বেগম শিশুটিকে অসুস্থ হয়ে মারা গেছে বলে প্রচার দেন।
এতটুকু জানাজানি হওয়ার পর, প্রতিবেশীরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান, এবং ঘটনাটি পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ডুমুরিয়া থানা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
পুলিশের তদন্ত ও অভিযোগ :
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ডুমুরিয়া থানার পুলিশ শিশুটির মৃত্যু সম্পর্কে তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশ এই মামলার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে যে, মঞ্জুরিন অসুস্থ হয়ে মারা গেছেন, নাকি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বাবার দাবি :
শিশুটির বাবা মিহিন হালদার ঘটনার পর বলেছেন, তিনি তার মেয়ের হত্যার বিচার চান। তিনি এই ঘটনার জন্য তার স্ত্রীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত