রাজিব খান
রাজশাহীতে এক সিএনজি চালককে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, থানায় এনে মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনার বিবরণ :
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর কাজলা এলাকায় একটি মোটরসাইকেল ও গ্যাসচালিত সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আহত হন এবং স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে মতিহার থানার সেকেন্ড অফিসার আশিক ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালক সাফিয়ান সাফিকে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানায় নেওয়ার পর নিয়ম অনুযায়ী সাফির একটি ছবি তোলা হয়, যেখানে তিনি হ্যান্ডকাফ পরা অবস্থায় ‘মাদকবিরোধী অভিযান’ ব্যানারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এরপর কোনো অভিযোগ না থাকায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের বক্তব্য:
মতিহার থানার এসআই মিজান বলেন, "আসামিকে থানার সব প্রক্রিয়া শেষে হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু থানার নির্দেশে তাকে হাসপাতালে না নিয়ে ফিরিয়ে আনা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়।"
এ বিষয়ে মতিহার থানার সেকেন্ড অফিসার আশিক জানান, "বাদীর কোনো অভিযোগ না থাকায় সিএনজি চালককে ছেড়ে দেওয়া হয়েছে।"
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, "দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত