চুয়েটে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ চুয়েটে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার চট্টগ্রাম, মঙ্গলবার – চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, তাঁদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে তিনজন পুরকৌশল বিভাগের এবং একজন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। তাঁরা সবাই শহীদ মোহাম্মদ শাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। অভিযান ও প্রমাণ গত রোববার রাত ৮টা ৪০ মিনিটে শহীদ মোহাম্মদ শাহ হলের একটি কক্ষে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা অভিযান চালান। সেখানে চার শিক্ষার্থী ও দুই ক্যানটিন বয়কে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। কক্ষটি তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা ও ৫০০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ক্যানটিন বয়েরা স্বীকার করেন যে তাঁরা শিক্ষার্থীদের মাদক সরবরাহ করেছেন। শিক্ষার্থীদের কললিস্ট পরীক্ষা করে তাঁদের সঙ্গে ক্যানটিন বয়দের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এমনকি এক ক্যানটিন বয়ের মুঠোফোনে শিক্ষার্থীদের মদ পান করার একটি ভিডিওও উদ্ধার করা হয়। শাস্তিমূলক ব্যবস্থা হল প্রভোস্টের লিখিত অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি বিষয়টি পর্যালোচনা করে। প্রাপ্ত আলামত ও অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর, গত সোমবার শৃঙ্খলা কমিটির ২৮৩তম জরুরি সভায় চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, তাঁদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের আচরণবিধি ভঙ্গের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ক্যানটিন বয়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। SHARES অপরাধ বিষয়: