টাঙ্গাইলে মহাসড়কে বাস ডাকাতি: মাস্টারমাইন্ডসহ দুইজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ জহির আহমেদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর থানায় সংঘটিত আলোচিত বাস ডাকাতির ঘটনায় মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং গোয়েন্দা শাখার (ডিবি) সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ডাকাত সর্দারসহ দুইজনকে আটক করা হয়। এর আগে, মামলার তদন্তে গ্রেফতারকৃত কয়েকজন আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ঘটনার মূল পরিকল্পনাকারী মোঃ আলমগীর (৩৪) নেত্রকোনার পূর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে আটক হন। তার হেফাজত থেকে ৪,২১০ টাকা ও ৫২টি রুপার আংটি উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করে, লুন্ঠিত মোবাইল ফোন, ডাকাতির সময় ব্যবহৃত ছুরি ও যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গহনা তার ছোট ভাই মোঃ রাজিব হোসেনের (২১) কাছে রাখা হয়েছে। পরে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার পশ্চিম পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়: লুণ্ঠিত ১০টি মোবাইল ফোন : মহিলা যাত্রীদের কাছ থেকে নেওয়া ২ জোড়া মোটা ও ৩ জোড়া চিকন অ্যামিটেশনের চুড়ি ৩টি ব্যাগ, ৩টি জাতীয় পরিচয়পত্র (NID), ১টি এটিএম কার্ড, ১টি বাস টিকিট ডাকাতির সময় ব্যবহৃত ২টি ছুরি : গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে আরও অভিযান চালানো হবে। SHARES প্রচ্ছদ বিষয়: