হরিপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালি ও আলোচনা সভা : মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান। উপস্থিত অতিথিরা : আলোচনা সভায় বক্তব্য রাখেন— হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল ডেপুটি কমান্ডার সোলেমান আলী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনায় গুরুত্ব পেল স্থানীয় সরকারের ভূমিকা : সভায় বক্তারা স্থানীয় সরকারের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার উন্নয়নে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। স্থানীয় সরকারের কাঠামোকে আরও শক্তিশালী করতে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, স্থানীয় সরকার দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রদর্শনী। SHARES সারা বাংলা বিষয়: