হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় দীর্ঘ ১৬ বছরে ধরে প্রতি মাসে বিল দিয়েও চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগে গ্যাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈধ গ্রাহক এলাকাবাসী।
রোববার (২৩ ফেব্রুয়ারি২০২৫ইং ) দুপুরে ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এই মানববন্ধন করেন তিতাস গ্যাস ব্যবহারকারী বৈধ গ্রাহক এলাকাবাসী। পরে একটি বিক্ষোভ ও মিছিল নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন শাখা অফিসের সামনে গিয়ে সমাবেত হোন। এসময় রমজানের আগে গ্যাসের ব্যাবস্থা না করা হলে তিতাস অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, আয়নাল মার্কেট, হক মার্কেট, শেরআলী মার্কেট, আড়িয়ার মোড়, জামগড়া এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। একদিকে আমরা বৈধ সংযোগ ব্যবহার করছি ও প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছি বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে বাসাবাড়িতে গ্যাস পাচ্ছি না।
অন্যদিকে কতিপয় লোক, অসাধুদের যোগসাজশে অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ-লাখ টাকা এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীরা ঠিকমত গ্যাস পাচ্ছে, অথচ বৈধ ব্যবহারকারীরা গ্যাস পাচ্ছে না। তিতাস কর্তৃপক্ষকে অনেকবার লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছিল। তারা কোন ব্যবস্থা নেয়নি।
অন্যদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, এর কিছুদিন যেতে না যেতেই আবারও রাতের আধারে সংযোগ দেওয়া হয়। এযেন চোর পুলিশ খেলা। গ্যাস না থাকায় আমাদের ভাড়াটিয়ারা চলে যায় এবং নতুন ভাড়াটিয়াও আসতে চায় না। এমতাবস্থায় রমজানের আগে যদি গ্যাসের সমাধান না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন করবো।
ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেনের নেতৃত্বে মো: কফিল মন্ডল, মো: শওকত শিকদার, আবু রাসেল, মো: শামসুল আলম, মো: আলম হোসেন ও মো: পাখিসহ কয়েকশ বাড়ীওয়ালা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সবশেষে তিতাস কর্তৃপক্ষের কাছে এলাকার বাড়িওয়ালাদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি আইনের বাইরে আমাদের কিছুই করার নাই।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত