ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি নগরকান্দার তালমা ইউনিয়নের কোনাগ্রামের নিজ বাড়িতে এক অনুষ্ঠানে ফরিদপুর-২ আসন ছেড়ে ফরিদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন শহীদুল ইসলাম বাবুল। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি এই আসনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নপ্রত্যাশীদের প্রতিযোগিতা : বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় আছেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহারিয়ার ইসলাম শায়লা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান দুলাল, জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরসহ বেশ কয়েকজন। ২০০১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা বিএনপির প্রবীণ নেতা জহুরুল হক শাহজাদা মিয়া বলেন, “২০০১ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল, এবারও আশা করছি দল আমার অভিজ্ঞতাকে মূল্যায়ন করবে।” অন্যদিকে, লন্ডন থেকে মোবাইল ফোনে শাহারিয়ার ইসলাম শায়লা বলেন, “২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছিলাম। দলের দুর্দিনে আমি মাঠে থেকেছি, এবারও মূল্যায়ন চাই।” দলীয় সিদ্ধান্ত নিয়ে বিভক্ত মতামত : সদরপুর বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী বলেন, “তারেক রহমান শহীদুল ইসলাম বাবুলকে ফরিদপুর-৪ আসনে মনোনয়ন চূড়ান্ত করেছেন। আমরা তাকে বিজয়ী করতে কাজ করব।” তবে, চরভদ্রাসন বিএনপির সভাপতি মো. শাহজাহান শিকদার জানান, “আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কারো পক্ষে অবস্থান নেইনি। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই আমরা কাজ করব।” আগের দ্বন্দ্ব ও বর্তমান পরিস্থিতি : এর আগে ফরিদপুর-২ আসনে প্রার্থী হওয়ার বিষয়ে শহীদুল ইসলাম বাবুল ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই দ্বন্দ্বের ফলে গত ২১ আগস্ট সংঘর্ষে একজন নিহত হন, যার পরিপ্রেক্ষিতে দুজনেরই দলীয় পদ স্থগিত করা হয়। পরে ১০ নভেম্বর তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী নির্বাচনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শহীদুল ইসলাম বাবুলের প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে শেষ পর্যন্ত কে দলের মনোনয়ন পাবেন, তা নির্ধারণ করবে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত। SHARES সারা বাংলা বিষয়: