এস আলম লিপন খালিশপুর থানা প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনার খালিশপুরে ই-টু-কে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বুধবার সকালে আয়োজিত এই র্যালিটি খালিশপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ডা. মো. বেল্লাল উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক মাহমুদুল হাসান (পলাশ), সাধারণ সম্পাদক মো. মোস্তাক আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ। র্যালির মূল প্রতিপাদ্য ছিল ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা।
ভাষা শহীদদের স্মরণে দোয়া :
র্যালি শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাই ভাষা আন্দোলনের ত্যাগ ও গুরুত্বের কথা স্মরণ করেন এবং ভাষার সুরক্ষায় নিজেদের দায়িত্বের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন।
ই-টু-কে ওয়েলফেয়ার সোসাইটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
দোয়া শেষে ই-টু-কে ওয়েলফেয়ার সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করা হয়। সংগঠনটি স্থানীয় যুবকদের উন্নয়ন, শিক্ষার প্রসার, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে তারা ভাষা আন্দোলনের চেতনাকে আরও গভীরভাবে প্রচার করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেবে।
পেছনের ইতিহাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় মাতৃভাষা বাংলার দাবিতে বাঙালি ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভাষা আন্দোলন বিশ্ব ইতিহাসে স্থান করে নেয়। ১৯৯৯ সালে ইউনেস্কো একে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা এখন সারা বিশ্বে পালিত হয়। ভাষার অধিকারের জন্য এই সংগ্রাম শুধু বাংলাদেশেই নয়, বৈশ্বিক ভাষাগত বৈচিত্র্য রক্ষার জন্যও অনুপ্রেরণা হয়ে আছে।
খালিশপুরের এই আয়োজন স্থানীয়ভাবে মাতৃভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি তরুণদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত