অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল :
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো: মিজানুর রহমান শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একে একে জেলা পরিষদ, পিবিআই, নৌ পুলিশ, সদর উপজেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল রাইফেলস ক্লাব, ভাষা সৈনিক আব্দুল মাতিনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনসহ নানা সংগঠন, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নেন।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান, যা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে। এছাড়া, টাঙ্গাইল জেলা প্রশাসন ও অন্যান্য সংগঠনের আয়োজনে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এ দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, কারণ এটি শুধু ভাষা আন্দোলনের শহীদদের স্মরণেই নয়, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাসে গৌরবময় একটি মুহূর্ত। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে টাঙ্গাইলের মানুষ তাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।
এই উপলক্ষে সংগঠিত নানা কর্মসূচি দেশের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি মানুষের সম্মান এবং সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত