নিজস্ব প্রতিবেদক :
খুলনায় শুক্রবার একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে আল্লাহ এবং নবী সা. সম্পর্কে কটূক্তিকারী রাখাল রাহাকে গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে।
এ সমাবেশটি নগরীর শিববাড়ি মোড়ে তৌহিদী ছাত্রজনতা খুলনার ব্যানারে আয়োজিত হয়। প্রতিবাদে অংশগ্রহণকারীরা স্লোগান দেন এবং এই ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
বক্তারা জানান, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তিকারী রাখাল রাহার ঠাঁই বাংলায় হবে না। আমাদের দাবি, রাখাল রাহা ও র্যাব কর্মকর্তা আলেপকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।” তারা আরো বলেন, “যারা আমাদের নবীকে অপমান করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর যদি প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা নিজেদের উদ্যোগে প্রতিবাদ করবো।”
এ ঘটনায় পূর্বে আলেপের ধর্ষণের অভিযোগ এবং রাখাল রাহার কটূক্তির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করা হয়। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই পরিস্থিতি সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হচ্ছে।
বিক্ষোভ মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ি মোড়ে ফিরে আসে। এতে তৌহিদী ছাত্রজনতা খুলনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে আব্দুল্লাহ আল মামুন, হানজালাহ বিন মুস্তাকিম, আরিফুজ্জামান নয়ন এবং কামরুল হাসান উল্লেখযোগ্য।
এদিকে, এই ঘটনার আগে দেশব্যাপী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বেশ কিছু প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাখাল রাহার বিরুদ্ধে তার বক্তব্যের কারণে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।
তবে, প্রশাসনের পক্ষ থেকে এখনো এই ঘটনার কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেয়া হয়নি, এবং জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ ও হতাশা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত