প্রধান উপদেষ্টার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

অনলাইন :

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

আজ শুক্রবার প্রথম প্রহরে (রাত ১২টা ১২ মিনিট) তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে রাত ১২টায় তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান।

 

শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত

 

অমর একুশের প্রতীকী সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গাওয়ার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভ্যর্থনা

 

প্রধান উপদেষ্টার আগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে স্বাগত জানান। তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন,

 

“ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষার অধিকার অর্জন করেছি। এটি শুধু আমাদের জাতীয় গর্বই নয়, বরং বিশ্ব ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত।”

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একুশের চেতনাকে ধরে রেখে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন,

 

“ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল অনুপ্রেরণা হয়ে উঠেছিল। এই চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।”

 

শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি কর্মকর্তারা, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।