টাঙ্গাইলে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫ অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল থেকে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসার মধ্য দিয়ে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ। শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ : শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। প্রথমেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মিজানুর রহমান শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জেলা পরিষদ, পিবিআই, নৌ পুলিশ, সদর উপজেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল রাইফেলস ক্লাব, ভাষা সৈনিক আব্দুল মতিনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভা : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। প্রভাতফেরিতে অংশ নেয় শিক্ষার্থীরা, যাদের কণ্ঠে উচ্চারিত হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি। এ ছাড়া, টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। একুশের তাৎপর্য ও জনসাধারণের অংশগ্রহণ : অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য ও একুশের চেতনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুধু অতীতের ঘটনা নয়, বরং এটি আমাদের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। ভাষার প্রতি ভালোবাসা বজায় রাখতে এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। SHARES সারা বাংলা বিষয়: