সিংড়া, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় "অপারেশন ডেভিল হান্ট' অভিযানে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে বুধবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বর থেকে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লাকে আটক করা হয়।
বুধবার (১৯ফেব্রুয়ারি) দুপুরে মঙ্গলবার রাতে আটককৃত ২ জনকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান স্বপন মোল্লা, হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ ও ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর দিকে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত