ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এসব ইটভাটার বেশিরভাগেরই নেই বৈধ লাইসেন্স। উর্বর জমির মাটি কেটে নির্বিচারে ইট তৈরি করা হচ্ছে, যা কৃষি জমি এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
রানীশংকৈলের ইটভাটাগুলো জনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত। মহলবাড়ী থেকে মাত্র এক কিলোমিটার এলাকার মধ্যেই চারটি অবৈধ ইটভাটা চালু রয়েছে। এসব ভাটার মালিকরা অদৃশ্য শক্তির জোরে এবং প্রভাবশালী মহলের সহায়তায় কার্যক্রম পরিচালনা করে রাতারাতি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
ইটভাটাগুলোতে পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে পুরনো প্লাস্টিক, টায়ার, এবং কাঠকয়লা। এসব পদার্থ পোড়ানোর ফলে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া আশপাশের পরিবেশকে ভয়াবহভাবে দূষিত করছে।
অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালিত হলেও তা শুধুই লোক দেখানো। মালিকরা টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক এ বিষয়ে জানান, “লোকবলের অভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমাদের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা দাবি করেছেন, এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ ছাড়া রানীশংকৈলের পরিবেশকে বাঁচানো সম্ভব নয়।
উপসংহার:
অবৈধ ইটভাটাগুলো রানীশংকৈলের পরিবেশ এবং জনজীবনের ওপর বিষফোড়ার মতো প্রভাব ফেলছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এ ক্ষতির পরিমাণ দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ আকার ধারণ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত