SPPL ২০২৫: ঐতিহ্যবাহী টুর্নামেন্টের অষ্টম আসরে চ্যাম্পিয়ন রূপসা কিংস

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মো: ওয়াছিকুর রহমান, স্টাফ রিপোর্টার

 

খুলনার খালিশপুর পলিটেকনিক কলেজ রোডে আয়োজিত ঐতিহ্যবাহী সাবিনা পার্ক প্রিমিয়ার লিগ (SPPL)-এর অষ্টম আসর সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে দিনভর রোমাঞ্চকর ম্যাচের পর রাত ১১টায় ফাইনালের মাধ্যমে এবারের আসরের পরিসমাপ্তি ঘটে।

 

এই বছরের SPPL-এ মোট ৬টি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন “মেঘনা বুলস” ও সালাম শরীফের নেতৃত্বাধীন “রূপসা কিংস”। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে নাফিসের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে রূপসা কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

ফাইনালের সেরা পারফরমাররা

 

ম্যান অফ দ্য ম্যাচ: নাফিস (রূপসা কিংস)

 

ম্যান অফ দ্য সিরিজ: গাজী সালাউদ্দিন

 

 

SPPL ২০২৫-এ স্পন্সরদের অবদান

 

এবারের আসরে স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন:

 

হেকায়েত আবির হিউম্যান রিসোর্স

 

মো: সুজন

 

মো: ইমরান

 

মো: আকরাম

 

মো: সুমন

 

নিবিড় জমাদ্দার

 

কাজী গুঞ্জন (ভার্জিনিয়া, U.S.A.)

 

 

SPPL-এর আয়োজকরা জানিয়েছেন, সামনের বছর টুর্নামেন্টটি আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা যায়।