বাংলাদেশের কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, রুবেলের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও গুজব ছড়ানোর একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার ও মামলার বিবরণ
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রুবেল একই এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বিবিসিকে বলেন, "সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা এবং আরও একটি গুরুতর অভিযোগ রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।"
পুলিশের দাবি, রুবেল গত ৪ আগস্ট দেবিদ্বার পৌর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। একই দিনে তিনি আবু বকর নামে এক শিক্ষার্থীকে মারধরের মাধ্যমে হত্যাচেষ্টা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পালিয়ে থাকা
স্থানীয় সূত্র জানায়, রুবেল একসময় দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে কাজ করতেন। পরবর্তীতে আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে, তিনি রুবেলকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে বসান।
পুলিশ আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর, ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুসসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে।
রুবেলের গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আইন অনুযায়ী তদন্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত