সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসা রহমান গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড মঞ্জুর দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ স্টাফ রিপোর্টার: জাহারুল ইসলাম জীবন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও সংসদ সদস্য (এমপি) ফরহাদ হোসেন দুদুলের স্ত্রী এবং কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা রহমানকে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। গ্রেপ্তারের কারণ ও প্রক্রিয়া সৈয়দা মোনালিসা রহমানের বিরুদ্ধে মেহেরপুর জেলায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়কারীরা করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ঢাকা থেকে মেহেরপুরে নিয়ে আসেন এবং বুধবার সকালে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টায় তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের সিদ্ধান্ত মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি মেহেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলাগুলো প্রসঙ্গত, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দুদুলকেও দুই মাস আগে একই এলাকায় (ইস্কাটন) গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে— ঢাকার আদাবরে একটি হত্যা ও নাশকতার মামলা মেহেরপুরে দুইটি হত্যা মামলা সরকারি মালামাল অবৈধভাবে গোপন করার অভিযোগে একটি মামলা এই মোট চারটি মামলায় তিনি বর্তমানে মেহেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন। SHARES আইন আদালত বিষয়: