এম.এম কামাল, চাঁদপুর
চাঁদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে গত ৯ দিনে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
গ্রেপ্তার ও অভিযানের বিবরণ
এই অভিযানে প্রথম গ্রেপ্তার হন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকায় তার নিজ বাসভবন থেকে সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে তিনটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়াও, ১১ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড গুলি, অস্ত্রশস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি ট্রাক (ঢাকা মেট্রো- ন–১২-৫৭৫৬) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রাজনৈতিক নেতারা
অভিযানে চাঁদপুর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীও গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—
আলী এরশাদ মিয়াজী – চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এস এম জয়নাল আবেদীন – জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি
কাউসারুল আলম কামরুল – ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
হাবিবুর রহমান খান – জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা
মাহফুজুল কবির – শাহারাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক
রেজাউল করিম রকি – জেলা ছাত্রলীগের সহ-সভাপতি
কাকন গাজী – চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি
বেলায়েত হোসেন – বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
চাঁদপুরে আতঙ্ক ও পুলিশের অবস্থান
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর চাঁদপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে, আবার কেউ বাড়িতে থাকলেও প্রকাশ্যে আসছেন না।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, “গত ৯ দিনে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটক হয়েছেন ৯ জন। আমাদের এ অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত