তিমির বনিক, মৌলভীবাজার :
বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখায় পারিবারিক কলহের জেরে এক সিএনজি চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, নিহত উজ্জ্বল বিশ্বাসকে (৩০) তার স্ত্রী ও ছোট ভাই মিলে হত্যা করেছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত রোববার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তার স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) এবং ছোট ভাই ঝন্টু বিশ্বাস (২৫) দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এই সম্পর্কের কথা জানতে পারার পর উজ্জ্বল ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
কী ঘটেছিল সেই রাতে?
পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাত ২টা থেকে ৩টার মধ্যে দিপনা ও ঝন্টু মিলে উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করেন। গভীর রাতে যখন উজ্জ্বল ঘুমিয়ে ছিলেন, তখন তার গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।
পরদিন ভোরে স্বজনরা তাকে খুঁজতে বের হলে, বাড়ির কাছেই রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ কী বলছে?
বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রী ও ছোট ভাইকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান বলেছেন, “নিহতের বাবা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগেও পারিবারিক কলহ :
স্থানীয়রা জানিয়েছেন, উজ্জ্বল বিশ্বাস ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। বেশ কিছুদিন ধরেই তিনি সন্দেহ করছিলেন যে তার স্ত্রী ও ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক রয়েছে। এ নিয়ে কয়েকবার কথা কাটাকাটিও হয়।
প্রতিবেশীরা জানিয়েছেন, এর আগেও উজ্জ্বল স্ত্রীকে সতর্ক করেছিলেন, কিন্তু এরপরও তাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। এই ঘটনার জের ধরেই হত্যার পরিকল্পনা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত