মনীষ সরকার রানা, স্টাফ রিপোর্টার :
আজ সোমবার থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তী সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগ করাসহ বিশ্ব দরবারে তিস্তা পারের দুঃখ তুলে ধরা হবে।
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলায় মানুষজন নিয়ে স্মরণকালের এই বৃহৎ আন্দোলন শুরু হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে গাইবান্ধার সুন্দরগঞ্জের পাঁচপীরের তিস্তা ব্রীজ সংলগ্ন এলাকায় সকাল থেকে টানা ৪৮ ঘণ্টা এই কর্মসূচির ১ম দিন পালন করা হচ্ছে।
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী পাড়ের সুন্দরগঞ্জে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন আপামর জনগণ।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন - বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডাঃ জিয়াউর হক জিয়া, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক সহ বিএনপির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
দুদিনব্যাপী এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানান নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত