টাঙ্গাইলে লালনের ১৩৪ তম তিরোধান উদযাপন করতে না দেয়ায় তীব্র নিন্দা ছাত্র ফেডারেশন

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালনের তিরোধান বর্ষ উদযাপন করতে না দেয়ায় তীব্র নিন্দা জানায় টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশন।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে মধুপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় লালন স্মরণোৎসব ২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফকির লালন সাইজির ১৩৪ তম তিরোধান বর্ষ উদযাপন উপলক্ষে মধুপুর লালন সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।

হেফাজত ইসলামের আপত্তির মুখে বন্ধ করে দেয়া হয় স্মরণোৎসব। এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশন এর তীব্র নিন্দা জানায়।

টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশন সভাপতি ফাতেমা রহমান বীথি বলেন, এ বাংলাদেশ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের বাংলাদেশ।

এখানে যে যার মতো করে ধর্ম, সংস্কৃতি পালন করার অধিকার রাখে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চাই সকলে তার নাগরিক মর্যাদা নিয়ে বসবাস করতে চাই।

এখানে কেউ কারও চিন্তা মত কারও উপর চাপিয়ে যেনো না দেয় সে দিকে সরকারকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।