পিরোজপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শুভ মন্ডল -স্টাফ রিপোর্টার খুলনাঃ

অদ্য ১২ ই ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের হল রুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শন করা হয়। স্থানীয় সরকারের অধীনে ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় পার্বত্য জেলা ব্যাতীত বাংলাদেশের ৬১ টি জেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের কার্যক্রম আরও বেগবান করতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী ইউপি প্যানেল চেয়ারম্যান শাহনাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন গ্রাম আদালত প্রকল্পের পিরোজপুর সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন।

এ সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, পুরোহিত, সমাজকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, কৃষক, শ্রমিক, গ্রাম পুলিশ সহ সর্বস্তরের জনগণ।