অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল :
টাঙ্গাইলে মৃত গরুর মাংস বিক্রির দায়ে এক জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর এলাকার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে এ ঘটনাটি ঘটে।
এ সময় গরু মাংস বিক্রেতাকে ১ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেড়াডোমা এলাকায় বাছের নামে এক জনের গরু মারা যায়। পরে ঘটনাস্থল থেকে বুধবার ভোরে তিন জন মিলে মৃত গরুটি রিকশা করে বাজারে নিয়ে এসে বিক্রি শুরু করে।
এ ঘটনায় টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, টাঙ্গাইল শহরের পৌর এলাকার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে দিলু মিয়ার মাংস মৃত গরুর মাংস বিক্রি করা হচ্ছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ী পালিয়ে যায়।
পরে তাৎক্ষণিক ভাবে হাতে নাতে মৃত গরুর মাংস জব্দ করে দুজনকে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। সেখানে সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান মাংস বিক্রেতা নুরু মিয়ার ছেলে আনোয়ারকে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত এবং ৫,০০০ টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলার ভেটেনারি ডাক্তার মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল জেলা ইন্সপেক্টর মমতা নজরুল ইসলাম এবং কসাই ইন্সপেক্টর সোহেল রানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত