আশুলিয়ার জামগড়া জুট ব্যবসাকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনায় আসামি গ্রেফতার অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় গুলাগুলির ঘটনায় পথচারী একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন, এ ঘটনায় জড়িত রানাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করে পুলিশ। অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানায়।

বুধবার ১২/০২/২০২৫ইং তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জের কক্ষে ব্রিফিং করা হয়।

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যকান্ডের ঘটনায় জড়িত আসামি গ্রেফতার ও অ’স্ত্র উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, আমি যতদিন আশুলিয়া থানায় আছি কোনো অপরাধী ছাড় পাবে না, অপরাধীদের গ্রেফতারকরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।