শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর শহরের চুনারুঘাটা বেরিবাঁধ ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের দিকে আসার সময় চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি ট্রাক অটোবাইকটিকে সামনে থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হাসেম (৪০), পিতা: আলী পাটাদার এবং লাভলু (২৮), পিতা: লাল মিয়া শেখ। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসেম ও লাভলুর মৃত্যু হয়। বাকি চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত