দুর্বিসহ কলস কাঠির মানুষের যাতায়াত ব্যবস্থা।

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মো: আরিফ হোসেন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার একটি ছোট্ট ইউনিয়ন কলসকাঠি। যেখানে ১২০ টির ও বেশি ইট ভাটা থাকা সত্ত্বেও যাতায়াতের ব্যবস্থা খুবই নিম্নমানের। লোকমুখে জানা যায় একদা এই ইউনিয়নে ১৩ জন জমিদারদের বসবাস ছিল। এখনো সেই জমিদারের উত্তরসূরি থাকা সত্ত্বেও যাতায়াতের এমন নিম্ন ব্যবস্থা খুবই দুঃখজনক। এছাড়াও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জানা যায় এখানকার উপজেলা নির্বাহী অফিসার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এখানকার রাস্তাঘাট নিয়ে খুবই উদাসীন। ইউনিয়নের বসবাসকারী জনগণ জানায় এখানকার রাস্তাঘাটের কারণে কলসকাঠি ইউনিয়নের মানুষজনের চলাচল এবং জীবন যাপন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। অধিকাংশ জায়গায় ভাঙা সাঁকো এবং ভাঙ্গা ব্রিজ আমাদের চোখে পড়ে যার উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং গ্রামের উচ্চবিত্ত পরিবার ও খুবই উদাসীন।এলাকাবাসী জানায় কোন অসুস্থ রোগী এবং অনেক গর্ভবতী মায়েদের হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা না থাকায় তারা নদী পথকেই বেছে নেয় যা খুবই সময় সাধ্য বিষয় এবং অসুস্থ ব্যক্তির জন্য খুবই ঝুকিপূর্ণ।এলাকাবাসীর দাবি এই ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে যাতায়াতের সুব্যবস্থা করা হোক।