হেলাল শেখ, সাভার(ঢাকা) থেকেঃ
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে ঢাকার সাভারের বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫ইং) সাভার মডেল থানার (ওসি) তদন্ত মো: আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো: দেলোয়ার হাওলাদার (৫৭), যুবরাজ ইসলাম লিমন (২২),সাইফুল ইসলাম (৩৪), মো: শওকত আলী (৬৫), মো: আব্দুর রাজ্জাক (৪৩), রুহুল আমীন (৫৫), মো: নাছির হোসেন (২৪), মো: সেলিম ভুইয়া (৫০), মো: আনোয়ার হোনেন মাঝি (৪৪), মো: শাহাদাত হোসেন (৩৪), আসমা খানম শিল্পী (৩৭) ও মো: আবুবকর ছিদ্দিক (৪৮)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশিভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত