জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে স্থাপিত সিসি ক্যামেরা সরিয়ে নিতে সম্মতি জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকটি অনুষ্ঠিত হয় ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি সীমান্তে আলমগীর হোসেনের বাড়ির আঙিনায়। বিজিবির পক্ষে ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ বৈঠকে নেতৃত্ব দেন।
এর আগে, গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৭৮-এর ৯ এস সাব পিলারের পাশে একটি মসজিদের পাশে গাছে সিসি ক্যামেরাটি স্থাপন করে বিএসএফ। এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে সোমবার দিনব্যাপী বিজিবি ও বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সমাধান না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে বিষয়টির মীমাংসা হয়।
বৈঠকের পর একই স্থানে বিজিবি’র দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির উদ্যোগে জনসচেতনতা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত