হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় ৫ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় এক নারী পোশাক শ্রমিকের মরদেহ ও বিছানার উপর স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
উক্ত দম্পতি ‘দি রোজ’ নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তারা হলেন—বরগুনার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে শাওন এবং একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাওন ও হাফিজা ৪ মাস ধরে ওই ভাড়া বাসায় থাকতেন কিন্তু ৫ম তলায় ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পর রাতের কোনো এক সময় শাওন এর মৃত্যু হয় এরপর স্ত্রী বাসায় এসে দরজা খোলা পায় দেখেন স্বামী বিছানায় পড়ে আছে, তার মৃত নিশ্চিত হওয়ার পর স্ত্রী আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন।
বাড়ির মালিক আফাজ উদ্দিন বলেন, শাওন ও হাফিজা দম্পতিদের মধ্যে পারিবারিক কলহ কখনও দেখা যায়নি। এছাড়া তারা ঋণগ্রস্তও ছিলেন না বলে আমি জানতাম, তবে আমি আমার দোকান বাকির টাকা পাবো ৫ হাজার এবং দুই মাসের ভাড়া বাকী। গতরাতে অন্য ভাড়াটিয়ারা এই দম্পতির একজন বিছানায় লাশ ও একজনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাকে জানায় এরপর আমি থানা পুলিশকে খবর দেই।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতদের মরদেহ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত