
হাসান আলী সোহেল,নাটোর
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার বিবরণ
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল রানা ফাগুয়াড়দিয়াড় এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে এবং নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইয়াসিন আরশাদ রাজনের অনুসারী বলে জানা গেছে।
অভিযোগ ও মামলার প্রেক্ষাপট
গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়ির জানালা ও দেয়ালে ৯ রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এ ঘটনায় রশিদ চৌধুরী বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশের বক্তব্য
ওসি মো. রফিকুল ইসলাম জানান, গুলি বর্ষণের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হবে।
উল্লেখযোগ্য প্রেক্ষাপট
বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সম্প্রতি বিভিন্ন ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে এ ঘটনায় সোহেল রানা বা অন্য কোনো পক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।
পরবর্তী পদক্ষেপ
আদালতে মামলাটির শুনানির মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালিত হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।