অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটে গ্রেপ্তার ২৪

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

আব্দুল্লাহ সরদার স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে বাগেরহাটের ফকিরহাটে চারজন, শরণখোলায় দুইজন, রামপালে একজন, বাগেরহাট সদরে একজন, মোড়েলগঞ্জে তিনজন, কচুয়ায় ছয়জন, মোংলায় তিনজন, চিতলমারীতে তিনজন এবং মোল্লাহাট উপজেলায় একজন রয়েছেন। তাদের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ,সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।গ্রেপ্তাররা হলেন বাগেরহাট সদরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব। ফকিরহাটে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিল্পব কুমার দত্ত, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল গাজী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী তাজউদ্দিন,শ্রমিক লীগের জিল্লুর রহমান। শরণখোলায় উপজেলা তাঁতী লীগ সভাপতি জাকির খান, মৎস্যজীবী লীগ সদস্য মো. রিয়াদুল শরীফ। রামপালে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফা জামাল আকুঞ্জী।মোড়েলগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী আসাদ শেখ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন। কচুয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব, যুবলীগ নেতা কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিলন শিকদার, আবু নাঈম, আওয়ামী লীগ কর্মী মাসুম শেখ ও আসলাম উদ্দিন। মোংলায় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি আমজাদ মোড়ল, যুবলীগ নেতা দিদার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দিন। চিতলমারীতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ সহসভাপতি জিয়া চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী এবং মোল্লা হাটে যুবলীগ নেতা হাসান মোল্লা।বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, রবিবার রাত ১২টার পর থেকে সোমবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ডেভিল হান্টের অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ২৪ জনের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে এবং কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। সংশ্লিষ্ট থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেভিল হান্টের অভিযান চলছে বলে তিনি জানান।