পেকুয়া উপজেলা প্রতিনিধি
নিয়মিত অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ায় বৈধ লাইসেন্স না থাকায় দুটি ইটভাটা সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার বারবাকিয়া ও নাপিত খালী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
এসময় বৈধ কাগজপত্র না থাকায় আহমদ নবী ও মুহাম্মদ মহসিনের মালিকানাধীন এবিএম এবং আরবিএম নামক পরিবেশ বিধ্বংসী দুটি ইটভাটা সিলগালা করার পাশাপাশি ইট তৈরির কাজে ব্যবহারিত চারটি মেশিন জব্দ ও আরবিএম ইটভাটায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, বারবাকিয়া ও নাপিতখালী এলাকায় দুটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কোন ধরণের ছাড়পত্র না থাকায় সিলগালা ও জরিমানা করা হয়েছে। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত