কুড়িগ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজারহাট থানার ওসি মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ খাস জমি নিয়ে আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক দিন আগেও এই জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।
সোমবার সকালে দুই পক্ষ খাস জমি দখলের চেষ্টা করলে ফের সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, “২০ শতাংশ খাস জমি নিয়ে প্রতি বছরই আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আজকের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়েছেন। তিনি আব্দুল হাকিমের ভাতিজা।”
ওসি মো. তছলিম উদ্দিন জানান, নিহত বেলাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।