ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুলের তারুণ্যের উৎসব সম্পন্ন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ সাগর আহমেদ, ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গ্রেট হার্ট হাই স্কুলের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী (৭ ও ৮ ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসব উদযাপন করেছে। ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পিঠা উৎসব, শীতকালীন সবজির প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবে শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন পিঠা ও শীতকালীন সবজির স্টল প্রদর্শন করে। পাশাপাশি দুই দিনব্যাপী ১৫টি খেলায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রেট হার্ট হাই স্কুলের পরিচালক ইয়ামিন হাসান এবং সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি ও পোড়াবাড়ি দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মুনছুর আহম্মেদ, গ্রেট হার্ট হাই স্কুলের সম্মানিত সদস্য গোলাম মোস্তফা, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক, জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল ইউনিটের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাহাতুজ্জামান সরকার, মোহনা টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোহাম্মদ সোয়েবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: